শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সান্তাহারে সনদ পেল ৫০ ফুটবলার

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

সনদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। গতকাল বেলা ১১টায় সান্তাহার আধুনিক ষ্টেডিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্দিড়া ষ্টার ক্লাবের সভাপতি মোঃ নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, সান্তাহার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়ার্দার, মোঃ নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, আঃ হাকিম, ডাঃ নজরুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক আলমগীর হোসেন, হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন পুরুষ ও নারী খেলোয়াদের মাঝে সনদ বিতরণ করা হয়। এর আগে বগুড়া জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও সান্তাহার ফুটবল একাডেমীর সহযোগীতায় পুরুষ ও স্থানীয় সান্দিড়া ফুটবল মাঠে নারী ফুটবল খেলোয়াদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পটি শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন