শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মহাসড়কে বালুর বস্তা ফেলে ডাকাতি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। সাম্প্রতিক সময়ে সশস্ত্র এসব ডাকাত যেন বেপরোয়া হয়ে উঠেছে। গত ৩ মাসে মহাসড়কের কুচিয়ামোড়া হতে চালতি পাড়া ৫ কিলোমিটারের মধ্যে ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়তি হয়রানির ভয়ে এ নিয়ে অভিযোগও করেন না অনেক ভুক্তভোগী।

সর্বশেষ গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে মাছবাহী একটি ব্যাটারি চালিত অটোতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ ৪ জন। আহত শ্যামল রাজবংশী জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থেকে মাছ নিয়ে হাসাড়া যাওয়ার পথে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে অবরোধ সৃষ্টি করে। চালকসহ ৪ জনকে আটক করে চাপাতি ও রামদার ভয় দেখিয়ে নগদ ৯ হাজার টাকা, ৩টি মুঠোফোন, মাছসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় সময় বাধা দেয়ায় ডাকাতরা রামদা ও চাপাতি দিয়ে আমাদের আঘাত করে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল ইসলাম জানান, বিষয়টি আমাকে ফোনে একজন জানিয়েছে। এখন পর্যন্ত কেউ আসেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন