মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। সাম্প্রতিক সময়ে সশস্ত্র এসব ডাকাত যেন বেপরোয়া হয়ে উঠেছে। গত ৩ মাসে মহাসড়কের কুচিয়ামোড়া হতে চালতি পাড়া ৫ কিলোমিটারের মধ্যে ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়তি হয়রানির ভয়ে এ নিয়ে অভিযোগও করেন না অনেক ভুক্তভোগী।
সর্বশেষ গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে মাছবাহী একটি ব্যাটারি চালিত অটোতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ ৪ জন। আহত শ্যামল রাজবংশী জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থেকে মাছ নিয়ে হাসাড়া যাওয়ার পথে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে অবরোধ সৃষ্টি করে। চালকসহ ৪ জনকে আটক করে চাপাতি ও রামদার ভয় দেখিয়ে নগদ ৯ হাজার টাকা, ৩টি মুঠোফোন, মাছসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় সময় বাধা দেয়ায় ডাকাতরা রামদা ও চাপাতি দিয়ে আমাদের আঘাত করে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল ইসলাম জানান, বিষয়টি আমাকে ফোনে একজন জানিয়েছে। এখন পর্যন্ত কেউ আসেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন