বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গণতন্ত্র ভঙ্গুর, রক্ষা করতে হবে

ট্রাম্পের দায়মুক্তির পর বাইডেন বললেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিনেটে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি নিয়ে কোনো বিতর্ক নেই, তবে কংগ্রেস ভবন ক্যাপিটলে তার সমর্থকদের হামলা তান্ডবের ঘটনা বুঝিয়ে দিয়েছে যে ‘গণতন্ত্র ভঙ্গুর’। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিনেটে অভিশংসন বিচারে ট্রাম্পের দায়মুক্তি পাওয়ার পর শনিবার এ কথা বলেন বাইডেন। সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘যদিও চূড়ান্ত ভোটে (ট্রাম্পকে) দোষী সাব্যস্ত করা যায়নি, তবে এতে অভিযোগের গুরুত্বে কোনো ছেদ পড়েনি। ইতিহাসের এই দুঃখজনক অধ্যায় আমাদের মনে করিয়ে দিল যে, গণতন্ত্র ভঙ্গুর, তাই সব সময় একে রক্ষা করতে হবে। আমাদের সদা সতর্ক থাকতে হবে।’ শনিবার উচ্চকক্ষ সিনেটের বিচারে ৫৭-৪৩ ভোটে দায়মুক্তি পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রেসিডেন্টকে অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ অর্থাৎ মোট একশ সিনেটরের মধ্যে ৬৭ জনের ভোট দরকার পড়ে। কিন্তু, ভোটে ৫০ জন ডেমোক্রেটিক দলীয় সিনেটর এবং ট্রাম্পের দল রিপাবলিকান থেকে সাতজন সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উসকানির অভিযোগে অভিশংসনের পক্ষে রায় দেন। গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তান্ডব-হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উসকানির অভিযোগ আনা হয়। এ অভিযোগে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। পরে তা সিনেটের চূড়ান্ত বিচার পর্যন্ত নেন ডেমোক্র্যাটরা। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটের অভিশংসন বিচার সম্পন্ন হয়েছে। বিচারে গতকাল শনিবার ৫৭-৪৩ ভোটে দায়মুক্তি পেয়েছেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে। কোনো প্রেসিডেন্টকে অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ অর্থাৎ মোট একশ সিনেটরের মধ্যে ৬৭ জনের ভোট দরকার পড়ে। কিন্তু, গতকালের ভোটে ৫০ জন ডেমোক্রেটিক দলীয় সিনেটর এবং ট্রাম্পের দল রিপাবলিকান থেকে সাতজন সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উসকানির অভিযোগে অভিশংসনের পক্ষে রায় দেন। গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তান্ডব-হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উসকানির অভিযোগ আনা হয়। এ অভিযোগে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। পরে তা সিনেটের চূড়ান্ত বিচার পর্যন্ত নেন ডেমোক্র্যাটরা। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হুমায়ূন কবির ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:২৪ এএম says : 0
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে খারাপ রাষ্ট্র প্রধান
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন