বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ জামালকে বাঁচালেন ওমর জোবে

আবাহনীর সহজ জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৯ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে বাঁচিয়ে দিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ৩-৩ গোলে ড্র করেছে অপেক্ষাকৃত দূর্বল উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। এদিন শেখ জামালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দেখা গেল অন্য এক বারিধারাকে। ওমর জোবে, সিল্লাহদের পেছনে ফেলে দুর্দান্ত খেলতে থাকেন বারিধারার ফরোয়ার্ডরা। তবে ধারার বিপরীতে আগে গোল পেয়ে যায় শেখ জামাল। ফরোয়ার্ড নুরুল আবসার গোল করলে এগিয়ে যায় ধানমন্ডির ক্লাবটি (১-০)। পিছিয়ে পড়ে যেন জেগে উঠে বারিধারা। ২৮ মিনিটে সুজন বিশ্বাসের দুর্দন্ত গোলে ম্যাচে ফেরে তারা (১-১)। প্রথমার্ধের অন্তিম সময়ে সুমন রেজা এগিয়ে দেন বারিধারাকে (২-১)। আগের ম্যাচে লালকার্ড পাওয়া অধিনায়ক সলোমন কিং কনফার্মের অভাব বেশ ভালোভাবেই অনুভব করছিল শেখ জামাল। ম্যাচের ৭০ মিনিটে পাপন সিং গোল করলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ধানমন্ডির দলটি। তখন হয়তো প্রথম জয়ের আত্মবিশ্বাসে ভুগছিলেন বারিধারার ফুটবলাররা। এই সুযোগে ৭৩ মিনিটে অসাধারন নৈপুণ্যে গোল করে ব্যবধান কমান শেখ জামালের ওমর জোবে (২-৩)। ম্যাচের অন্তিম সময়ে বারিধারার বক্সের ভেতরে দাঁড়িয়ে ওমর জোবে ব্যাকহিলে পরাস্ত করেন গোলরক্ষক মিতুল মারমাকে (৩-৩)। শেষে হার এড়িয়ে ড্র নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।

এর আগে বিকালে অনুষ্ঠিত এই ভেন্যুর প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এদিন বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে আবাহনী ২-০ গোলে হারায় সাইফকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দ্য সিলভা ও হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট একটি করে গোল করেন। নয় ম্যাচে ছয় জয় ও তিন ড্র’তে ২১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানেই রইল আবাহনী। আট ম্যাচে চার জয়, এক ড্র ও তিন হারে ১৩ পয়েন্ট পাওয়া সাইফের অবস্থান পাঁচে।

ম্যাচে যোগ্যতর দল হিসেবেই জয় পেয়েছে আবাহনী। সাইফের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে তারা। ম্যাচের ৫৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো গোল করে আবাহনীকে এগিয়ে নেন (১-০)। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হাইতিয়ান ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্ট (২-০)। রাতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-৩ গোলে ড্র করেছে অপেক্ষাকৃত দূর্বল উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে। ফলে আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্র’তে শেখ জামাল ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে এবং সমান ম্যাচে পাঁচ হার ও তিন ড্রতে ৫ পয়েন্ট পেয়ে বারিধারা দশমস্থানে জায়গা পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন