লাহিরু কুমারার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এই লঙ্কান পেসারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট গতকাল এক বিবৃতিতে কুমারার আক্রান্ত হওয়ার খবর জানায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল এখনও দেয়নি শ্রীলঙ্কা। তবে সাদা বলের সিরিজে বিবেচনায় থাকাদের রোববার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরদিনই জানা গেল এক জন আক্রান্তের খবর। আপাতত শ্রীলঙ্কা সরকারের কোভিড বিধি মেনে চলতে হবে কুমারাকে। থাকতে হবে কোয়ারেন্টিনে।
গতকাল রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার কথা শ্রীলঙ্কা দলের। সেখানে আগামী ৪ থেকে ১৪ মার্চের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। করোনাভাইরাস থেকে সেরে ওঠার ওপর নির্ভর করছে টেস্ট সিরিজে কুমারার খেলা। দুই ম্যাচের সিরিজটি শুরু আগামী ২১ মার্চ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন