শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লেজের জোরে পাকিস্তান ২৪৭/৮

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নটিংহামে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড ৪৪৪/৩ স্কোরে চাপা পড়ে ১৬৯ রানে হারের লজ্জার পরও ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে আসতে পারেনি পাকিস্তান টপ অর্ডাররা। ২ ম্যাচ হাতে রেখে সিরিজ হার নিশ্চিত করা পাকিস্তান  হেডিংলিতে গতকাল চ্যালেঞ্জিং পুঁিজ পেয়েছে ঠিকই,তবে তা সম্ভব হয়েছে লেজের জোরে। নটিংহামে সর্বশেষ ম্যাচে ২৭৫ পর্যন্ত স্কোর টেনে নিতে পেরেছে পাকিস্তান টেল এন্ডার মোহাম্মদ আমিরের ২৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে। ওই ম্যাচে একাদশে ছিলেন না ইমাদ ওয়াসিম। তবে মোহাম্মদ আমিরের সেই ব্যাটিংয়ে উদ্বুদ্ধ ইমাস ওয়াসিম গতকাল ৪১ বলে ৫৭ রানের হার না মানা ইনিংসে পাকিস্তানকে নিয়ে গেছে ২৪৭/৮ পর্যন্ত। ওয়ানডে ক্যারিয়ারে ১০ম ম্যাচে ৩য় ফিফটি উদযাপনে লেগেছে তার ৩২ বল। চলমান ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচে পেয়েছেন খেলার সুযোগ ইমাদ ওয়াসিম, ইনিংস তিনটি ১৭,৬৩ এবং ৫৭Ñতিনটি ইনিংসই আবার নট আউট ! তিন ম্যাচে ১৩৭ রানে দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের লজ্জা যে দিয়েছেন এই টেল এন্ডার।  গতকাল অবশ্য পাকিস্তানের অধিনায়ক আজহার আলী ৮০ রানের ইনিংস দিয়েছেন উপহার। নটিংহামে পাকিস্তানের শেষ উইকেট জুটির অবদান ছিল ৭৬। গতকাল সেখানে অবিচ্ছিন্ন ৮ম জুটির অবদান ৫৬ ! এদিনও পাকিস্তান ভুগেছে স্পিনে। আদিল রশিদ ৩ (৩/৪৭) এবং মইন আলী ২ (২/৩৯) উইকেট পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন