দীর্ঘদিন অ্যাডহক কমিটির অধীনে কার্যক্রম চালালেও অবশেষে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ২৪ মার্চ এই ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কাবাডির নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ ও ৮ মার্চ মনোনয়নপত্র বিতরণ, ১১ মার্চ মনোনয়নপত্র দাখিল, ১৪ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২১ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ফেডারেশনের ২৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সভাপতি ছাড়া বাকি ২৪ পদের জন্য প্রার্থীরা লড়বেন। এর মধ্যে চারজন সহ-সভাপতি, এক সাধারণ সম্পাদক, দুই যুগ্ম-সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৬ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচনে ১০৯ জন কাউন্সিলর ভোট নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী চার বছরের জন্য বেছে দেবেন কাবাডি ফেডারেশনের নতুন নেতৃত্ব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন