শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেরীঘাটে ট্রাক নদীতে পড়ে চালক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১০:০২ এএম

রোববার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরির পন্টুন থেকে ট্রাক নদীতে পড়ে এর চালক নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাকের হেলপার।

রোববার রাত ১০টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে চালকের লাশসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক পাটুরিয়া ৩ নম্বর ঘাটে আমানত শাহ নামের ফেরিতে উঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের হেলপার ভেতর থেকে বেরিয়ে আসতে পারলেও আটকা পড়ে চালক। পরে সেখানে তার মৃত্যু হয়। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন