শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। গতকাল এক বিবৃতিতে মহাসচিব বলেন, সরকার ২০১৮ সালে পুলিশ ও অন্যদের সহযোগিতায় ভোট ছাড়া ক্ষমতায় এসেছে। আজ অবস্থা দেখে মনে হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন নয়, সরকার যেন আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী পালন করছে। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, যে রাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতাকে ভয় পায়, সে সরকার জনগণের সরকার হতে পারে না। জনগণের সরকার হলে জনগণের মত প্রকাশের নিশ্চয়তা থাকতে হবে। জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার জন্য প্রয়োজনে দেশবাসী আরো একটি সংগ্রাম গড়ে তুলবে। তিনি বলেন, মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছে সরকার। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। মিছিল সমাবেশ করতে পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশ অনুমতি না দিলে মিছিল মিটিং করা যায় না। এধরণের দেশ জাতি কখনো চায়নি। তিনি বলেন, ইসলাম বাক স্বাধীনতা, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকারসহ সবধরণের অধিকার নিশ্চিত করেছে। যারাই মত প্রকাশ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনঠাসা করা হচ্ছে। জন অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যায় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন