ভোলায় ১৬ বছর পর কবর থেকে মিলল অক্ষত লাশ। ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলু সাহেব বাড়ীর দরজার আব্দুর রহমান সিকদার বাড়ী জামে মসজিদের কবর স্থানে ১৬ বছর পূর্বে এক ব্যক্তিকে কাপনসহ যেমন কবরে রাখা হয়েছে, বর্তমানে লাশটি কবরে তেমনী রয়েছে কাপনের কাপরসহ। তার নাম মোঃ হোসেন সিকদার তিনি কাচিয়ার বাসিন্দা বলে জানাগেছে।
মঙ্গলবার (২রা মার্চ) দুপুরে ইলিশা সড়কের রাস্তায় কাজ করা শ্রমিকেরা রাস্তা খনন করতে গেলে এক পর্যায়ে তারা এমন দৃশ্য দেখতে পায়। এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনা শুনে স্থানীয় জনতাসহ বিভিন্ন যায়গা থেকে জনতা ভীর জমায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন