বিশেষ সংবাদদাতা : প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসনের রিপোর্টে বাংলাদেশ সফর শতভাগ নিরাপদ, এ তথ্য জানতে পেরে ইসিবি দিয়েছে সুসংবাদ। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, গত ২৫ আগস্ট ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়ে আসসছে ইংল্যান্ড, ইসিবি’র সিদ্ধান্তের পর এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক এবং বর্তমানে ইসিবি’র পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। অথচ, যে সভায় রেগ ডিকাসনের রিপোর্ট নিয়ে হয়েছে আলোচনা, সেই সফরে উপস্থিত থাকা ইংলিশ ওয়ানডে অধিনায়ক এখনো বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন! ক্রিকইনফো এবং ইংল্যান্ডের গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নিজের এমন দ্বিধা-দ্ব›েদ্ব ভোগার কথাই জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডকে ৪৭ ম্যাচে নেতৃত্ব দেয়া এই অধিনায়কÑ ‘একটি সন্ত্রাসী হামলার দুই মাসের মধ্যে এত তথ্য আপনাকে দেয়ার পর সব কিছু হজম করতে হয়। সেখানে গিয়ে ক্রিকেটে মনোযোগ দিতে নিজেকে আগে স্থির করতে হবে।’
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকার ফ্লাইট ধরতে হবে ইংল্যান্ড ক্রিকেট দলকে। বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করার কথা ৯ সেপ্টেম্বর। তবে সিদ্ধান্তের জন্য আরো কিছুদিন সময় চাইছেন মরগানÑ ‘আমি মনে করি, এতো অল্প সময়ের মধ্যে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। তারপরও সিদ্ধান্তের জন্য সময় দিচ্ছে ইসিবি। অন্তর্বর্তীকালীন সময় হাতে পাচ্ছি না। নিজেকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ অনুভব করে সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছি না আমরা। সেই সভা থেকে এখন পর্যন্ত আমি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। এখনো মনস্থির করতে পারিনি, আরো কিছু সময়ের প্রয়োজন। আরো ক’দিন পর সম্ভবত: বিষয়টি নিশ্চিত করতে পারব। এখন আমরা সিরিজের ঠিক মাঝপথে অবস্থান করছি। এই বিষয়টি নিয়ে চিন্তা করার মতো সময় এখনো আসেনি।’
রেগ ডিকাসনের বাংলাদেশ সফরে নিরাপত্তা পরিদর্শন রিপোর্ট নিয়ে বসার পর থেকেই একটা কথা বার বার বলছেন মরগান। কাউকে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বরং সবার খোলাখুলি মতামত নেয়ার দাবিটা তুলেছেন তিনি। সে কারণেই নিজের ব্যক্তিগত কোন সিদ্ধান্ত দলের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন না মরগানÑ ‘একদমই না। এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়। দলের মধ্যে কেউ কোন সিদ্ধান্ত নিয়ে থাকলে, তা হবে যথার্থ। কে যেতে চায়, অথবা যেতে চায় না, তা দাঁড়িয়ে বলাটাই গুরুত্বপূর্ণ।’ তবে ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসনের রিপোর্টে আস্থা আছে তার, এমনটা আবারো জানিয়েছেন মরগানÑ ‘রেগ ডিকাসনের ওপর যথেষ্ট আস্থা আছে আমার। আমি আত্মবিশ্বাসী, যে সিদ্ধান্তই নেই না কেন, তা ইতিবাচক হবে।’
বাংলাদেশ সফরের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি উইকেট কিপার জোস বাটলার এবং অল রাউন্ডার প্লাঙ্কেট। সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহারের সম্ভাবনার কথা জানিয়েও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক সিদ্ধান্ত পাল্টে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। একে একে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছেন ইংল্যান্ড ক্রিকেটার এবং কোচিং স্টাফ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে এদেশের আতিয়েথতায় মুগ্ধ অল রাউন্ডার মইন আলী হাত তুলে জানিয়েছেন, বাংলাদেশ সফরে আসতে চান তিনিÑ ‘যদি আমি দলে নির্বাচিত হই, তাহলে অবশ্যই সেখানে যাব। আমি সব কিছুতে খুশি, সেখানে যেতে মুখিয়ে আছি। কারণ, সেখানে পাঁচ-ছ’বার গিয়েছি আমি। আমার বক্তব্য হচ্ছে, এখন কোথাও কেউ নিরাপদ নন।’
উইকেট কিপার জনি বেয়ারশ’ ও বাংলাদেশ সফরে তার ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিডিয়ায়। স্কাই স্পোর্টসকে বলেছেন তিনিÑ ‘নিরাপত্তা ঝুঁকি সবখানেই রয়েছে। ডানিংটন কিংবা লন্ডনের রাস্তা দিয়ে হাঁটতে গেলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবেই। এখনো ১০০ ভাগ সিদ্ধান্ত নেইনি। তবে রেগির (রেগ ডিকাসন) উপর পূর্ণ আস্থা আছে। সেই ছোটবেলা থেকে আমাকে চেনেন তিনি। তার সঙ্গে প্রচুর সফর করেছি। তাই তার উপর পূর্ণ আস্থা আছে আমার।’
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সশস্ত্র সন্ত্রাসী হামলার সময় সেই বাসে ছিলেন পল ফারব্রাস। সে সময়ে উঠেছিলেন আঁতকে। তবে বর্তমানে ইংল্যান্ড দলের এই সহকারী কোচের বাংলাদেশ সফরে আপত্তি নেই তার, তা স্পষ্ট করে জানিয়েছেন ইংল্যান্ডের দৈনিক ‘দ্য মেইলকেÑ ‘বাংলাদেশ সফর নিয়ে বিচলিত হবার মতো কিছুই শুনিনি রেগ ডিকাসন অথবা বোর্ডকে নিয়ে আমার কোন সন্দেহ নেই। তিনি (রেগ ডিকাসন) শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, তাই সেখানে না যাওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছি না।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন