ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। তবে একেবারে শেষ মুহ‚র্তে সেই সফর বাতিল করেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমটি জনিয়েছে, নেতানিয়াহুর স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া ইসরাইলি প্রধানমন্ত্রীর এই সফর বাতিলের পেছনে ম‚ল ভ‚মিকা রেখেছে। নেতানিয়াহুর এই সফর ছিল বেশ কিছু দিক দিয়ে গুরুত্বপ‚র্ণ এবং ঐতিহাসিক। এটাই হতো ইতিহাসে প্রথম কোনও ইসরাইলি সরকারপ্রধান রাষ্ট্রীয় সফরে আমিরাতে পা রাখার ঘটনা। তাছাড়া, মাত্র ১১ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরাইলের জাতীয় নির্বাচন। মিডল ইস্ট আই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন