পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। নির্বাচন কমিশন থেকে ১ম ধাপে ঘোষিত তপসিলে দেশের ৩২৩টি ইউনিয়নের নির্বাচনের মধ্যে নাজিরপুর উপজেলায় ৪টি ইউনিয়নের নাম রয়েছে। এই নির্বাচনে ১ম ধাপের ১নং মাটিভাঙ্গা, ২নং মালিখালী, ৬নং নারিজপুর ও ৭নং সেখমাটিয়ার নাম রয়েছে। এই নির্বাচনে ১ম বারের মতো ৭নং সেখমাটিয়া ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এলাকার ভোটাররাও আনন্দিত এবং একটু কৌতুহলও রয়েছে। এদিকে তপসিল ঘোষনার আগে থেকেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ও মেম্বর প্রার্থীরা দোয়া চাওয়া সহ গণসংযোগ ও সভা সমাবেশ করে আসছে। নির্বাচনের তপসিল ঘোষনার পর দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের এই ৪টি ইউনিয়নের ২ ডজন চেয়ারম্যান প্রার্থীরা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং করে চলছেন। জানা যায় ১নং মাটিভাঙ্গায় বর্তমান চেয়ারম্যান প্রার্থী শ ম বেলায়েত হোসেন বুলসহ জাহিদুল ইসলাম বিলু, শাহা-আলম ফরাজী, মীর মিজানুর রহমান লিটন, বখতিয়ার হোসেন, সিদ্দিকুর রহমান ফকির। ২নং মালিখালীতে সুমন হালদার মিঠু, বাবুল দাড়িয়া, নজরুল দাড়িয়া, টিপু হাওলাদার, মোজ্জাফর আলী ৬ নং নাজিরপুরে মোশারেফ হোসেন খান, চঞ্চল কান্তি বিশ^াস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান চাসেল হাজরা, সাইফুদ্দিন বাদশা এবং ৭নং সেখমাটিয়া ইউনিয়নে মরিরুজ্জামান আতিয়ার, আতিয়ার রহমান চৌধুরী নান্নু, মোঃ কাউমুজ্জামান, তরিকুল ইসলাম তাপস, সুজিত সিকদারের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তারা সবাইল দলীয় মনোনয়নের জন্য দলের আওয়ামীলীগ দলের মনোনয়যন ফরম সংগ্রহ ও জমাও দিয়েছেন বলে জানা যায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিমের মনোনীত বা তার পক্ষের আবার অপর দিকে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একে এম এ আউয়ালের সমর্থিত এছাড়া শেখ এ্যানি রহমানের পক্ষের সমর্থিত তাদের নামের তালিকা বা সমর্থিত বা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং এর বাইরেও কয়েকজন ঢাকায় ধানমন্ডি আওয়ামীলীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে পোষ্ট দিচ্ছেন। এদিকে দলীয় মনোনয়নের লক্ষ্যে এলাকায় ব্যানার পোষ্টার ফেষ্টুন টাংগিয়ে জানান দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে। দলিয় মনোনয়নের লক্ষে চেয়ারম্যান প্রার্থীরা ঢাকায় অবস্থান করলেও মনোনয়ন নিয়ে কার ভাগ্যে জুটছে নৌকা প্রতীক এ নিয়ে নাজিরপুর জুরে ঘাটে, মাঠে, ময়দানে বর্তমান চেয়ারম্যানররা কি আবারও দলীয় মনোনয়ন পাচ্ছেন, নাকি নতুন কোন প্রার্থী এবার দলীয় মনোনয়ন পাবেন। এসব নিয়ে এলাকায় নানান আলোচনার পাশাপাশি চলছে নানা বিশ্লেষন। এবার বিএনপি থেকে দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ্রগহন করবে না বলে ঘোষনায় আওয়ামীলীগের প্রার্থীরা নৌকা প্রতীক পেলেই চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশৗ থাকে বলেই প্রার্থীরা মনে করছেন। এদিকে মেম্বর প্রার্থীরাও ব্যানার পোষ্টার নিয়ে নিজ্যেদের প্রার্থী হিসেবে জনান দিচ্ছেছন। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রিতি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন