বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাস্তার মাঝখানে মরণ ফাঁদ

নিকলী( কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৯:৩০ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আলীয়া পাড়া গ্রামের যাতায়াতের মাঝপথে নিকলী পাইল্ট উচ্চবিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুল হক তারা মিয়ার বাড়ির সামনে পল্লী বিদ্যুতের দুটি কুঠি বসানো হয়েছে । এ রাস্তায় প্রতিদিন স্কুল , কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে । গ্রামের সাধারণ মানুষেরা হাট- বাজার ও হাওরে যাতায়াত করে থাকে ।প্রতিদিন শত শত মটর মাইক,অটু সহ বিভিন্ন যান বাহন চলাফেরা করে , এ কুঠির সাথে প্রায় সময় যানবাহন চলা চলে দুর্ঘটনার স্বীকার হচ্ছে । সরেজমিনে গেলে আলী পাড়া স্কুলের ৭ম শ্রেণির ছাত্র রকিব ও পঞ্চম শ্রেণির ছাত্রী কনা এ প্রতিনিধিকে বলেন,বিদ্যালয়ে যাওয়া আসার পথে এ কুটি আমাদের বিঘ্নতা সৃষ্টি করে । কৃষক আল আমিন জানান রাস্তার এ কুঠির কারনে বৈশাখ মাসে ট্রাক দিয়ে হাওর থেকে বোর ধান বাড়িতে আনা যায়না । প্রশাসনের কাছে কুঠি সরানোর জন্য অনেক বার আবেদন নিবেদন করেছি কিন্তু কোন লাভ হয়নি । বিষয়টি নিয়ে পল্লীবিদু্ৎতের জি,এমের সাথে মোঠফোনে কথা বলার চেষ্টা করা হলে মোবাইলে থাকে পাওয়া যায়নি । কথা হয় দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের সাথে তিনি বলেন, গ্রামের লোকজন এ পথে চলাচলে কষ্টের স্বীকার হচ্ছে তবে আমাদের পরিষদে সীমাবদ্বতা আছে তাই আমরা কুঠি সরাতে পারছিনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack+Ali ১৩ মার্চ, ২০২১, ১০:০০ পিএম says : 0
They have turned out beloved country in dark age.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন