শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টিকা নিয়েও করোনায় মারা গেলেন নরসিংদী উপজেলা চেয়ারম্যান

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০২ পিএম | আপডেট : ৪:২০ পিএম, ১৬ মার্চ, ২০২১

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর আলী ভূঁইয়া। তিনি একমাস আগে করোনার টিকা নিয়েছিলেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সফর আলী ভূঁইয়ার জামাতা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেন শিশির বলেন, ‘করোনা টিকার নেওয়ার একমাস পর ৯ মার্চ ওনার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে করোনা শনাক্ত হয়। সোমবার রাত ৮টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।’

উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। সফর আলী ভূঁইয়া দীর্ঘ ৩০ বছর ধরে নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Borhanuddinmiah ১৬ মার্চ, ২০২১, ২:১২ পিএম says : 0
May Almighty Allah peace his soul
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন