আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ১৯২০ সালের ১৭ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকারি ও বেসরকারিভাবে দেশে বিদেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানানভাবে তাঁকে স্মরণ করা হচ্ছে।
১৯৭১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, ‘জনগণের সার্বিক মুক্তি আমার সবচেয়ে বড় কামনা।’ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর ছবিসহ এই উক্তি সম্বলিত একটি পোস্টার শেয়ার করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল তাঁর ফেইসবুক পেইজে লিখেন, ‘প্রিয় বঙ্গবন্ধু, আপনি আমাদের স্বাধীনতার জনক। জন্ম শতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলী, শুভেচ্ছা আর ভালোবাসা নিন। আল্লাহ্ আপনাকে শান্তি দিন, ভালো রাখুন।’
সাংবাদিক জ.ই. মামুন লিখেন, ‘গ্লোবাল ওয়ার্মিং আর পরিবেশ বিপর্যয়ের কারণে একশো বছর পরে বাংলাদেশের নদীগুলো আদৌ নদী থাকে কি-না সন্দেহ। গত পঞ্চাশ বছরেই অনেক নদী শুকিয়ে গেছে, অনেকগুলোর চিহ্নমাত্র নেই। তাই পদ্মা, মেঘনা, গৌরী বা যমুনা নদীর আয়ূষ্কাল নিয়ে আমি সন্দিহান, উদ্বিগ্নও। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান / ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান... অন্নদা শংকর রায়ের সঙ্গে সবিনয় ভিন্নমত পোষণ করে বলতে চাই, এই নদীগুলো শুকিয়ে গেলেও শেখ মুজিবুর রহমান থাকবেন। যতদিন এই ভূখন্ড থাকবে, বাঙালি থাকবে, যতদিন মানুষ বাংলায় কথা বলবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শেখ মুজিবুর রহমান থাকবেন। শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ উপলক্ষে বঙ্গবন্ধু ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। যেখানে লেখা, ‘আঁধার ভেঙ্গে সূর্য হাসে বিশ্বভূবন আলোয় ভাসে। শুভ জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
নাট্যনির্মাতা সকাল আহমেদ লিখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা...’
বাংলাদেশ আমার বাংলাদেশ গানের একটি ভিডিও শেয়ার করে তরুণ কণ্ঠশিল্পী পৌষী পোদ্দার লিখেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন