নানা আয়োজনে সিলেট সিটি কর্পোরেশনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২১। দিবস উদযাপন উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে মেয়র আরিফূল হক চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপনে সবাইকে নিয়ে কেক কাটেন সিসিক মেয়র। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে নগর ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর আব্দুল মুমিন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর এ কে এ লায়েক, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা এডভোকেট, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকি ও সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী শামসুল হক সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারিরা। এছাড়া দিবস উললক্ষে নগর ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় ৭টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আতসবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া নগর ভবন সহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে ২১ দিন ব্যাপি আলোকসজ্জা করেছে সিসিক
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন