নেপালের তিনজাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে খেলতে আজ কাঠমান্ডু যাচ্ছে জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপাল জাতীয় দল এবং কিরগিজস্তানের অলিম্পিক দল অংশ নেবে। আসরকে সামনে রেখে বর্তমানে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে এবার ছোবল দিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। উইংগার রাকিব হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন বলে গতকাল জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন।
আগের দিন করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল জাতীয় দলের সবার। সেই পরীক্ষার ফল কাল হাতে আসলে জানা যায়, শুধু রাকিব হোসেনই পজিটিভ। কাঠমান্ডু যাওয়ার আগের দিন তাই দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি রাকিব। চট্টগ্রাম আবাহনীর এই ফুটবলার এখন হোটেলে নিজ রুমে আইসোলোশনে আছেন।
গতকালই আবারও তার পরীক্ষা করানো হয়েছে। সেই ফল হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে রাকিব নেপাল যেতে পারবে কি-না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন