শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নামাজ আদায় করে সাইকেল উপহার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৯:০৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে একটানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে বাইসাইকেল, ৫ জনকে নগদ টাকা প্রদানসহ অংশগ্রহণকারী আরও ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এরমধ্যে ২৪ জনকে পাঞ্জাবীও প্রদান করা হয়। গত শুক্রবার উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মোমেনা কালা মিয়া ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ উপলক্ষে এবং মরহুম নুর হোসেন মেম্বার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। মরহুম নুর হোসেন মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোমেনা কালা মিয়া ফাউন্ডেশনের মহাসচিব মাস্টার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন