শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জে মামলা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১:০৩ পিএম | আপডেট : ৩:৫৭ পিএম, ২২ মার্চ, ২০২১

ইউটিউব ও জুম মিটিংয়ে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২৫ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে সুনামগঞ্জে। আজ (সোমবার) সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা সুনামগঞ্জ আদালতে। আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে এ মামলার বাদী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম। বাদীর এজহারটি আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ প্রদান করেছেন আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত ই এলাহী । বাদীর আইনজীবী আক্তারুজ্জামান সেলিম নিশ্চিত করেন এ মামলার বিষয়টি। মামলার এজহার সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ নামীয় ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ের একটি ভিডিও আপলোড করেন ১৬ ডিসেম্বর ২০২০ইং। সেখানে তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন্। তার এহেন বক্তব্যে বিকৃত করা হয়েছে জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে। এ বক্তব্য দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে অপমানিত করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে ইতিমধ্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন