শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সড়ক দুর্ঘটনায় কোটালীপাড়া স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ন দাম নিহত

কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১:১৩ পিএম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ন দাম ( ৫০)। গতকাল মঙ্গলবার রাতে মুস্নিগঞ্জের মাওয়া ঘাটে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ঢাকার থেকে বাড়ি ফিরছিলেন নারায়ন দাম পথে মুস্নিগঞ্জের মাওয়া ঘাটে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয় এসময় তিনি গুরুতর আহত হলে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তার বাড়িতে ছুটে যান এবং গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নিহত নারায়ণ চন্দ্র দাম উপজেলার উনশিয়া গ্রামের নীল রতণ দামের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন