শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরার শ্রীপুরে হিন্দুবাড়ীতে ইসলামের দাওয়াতের মামলার ৪ আসামীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৫:১১ পিএম

মাগুরার শ্রীপুরে হিন্দু বাড়ীতে ইসলামের দাওয়াতের মামলায় আটক ৪ আসামীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুবা শরমীন এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইউসুফ বিশ্বাস ইবনুল, কোরবান আলী, হাবিবুর রহমান ও মোস্তাকিম বিল্লা। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাগুরা জজ আদালতের পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ বলেন, শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামে প্রায় অর্ধশত সংখ্যালঘু পরিবারের কাছে উড়ো চিঠি পাঠিয়েছিলেন আসামিরা। হাতে লেখা সেই চিঠিতে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়। পুলিশ পরদিন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লা মিরু বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় পুলিশ চার আসামির বিরুদ্ধে পাঁচ দিনের দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন