শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের পটিয়ায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল তৈরির অভিযোগ

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

পটিয়ায় মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জাল দলিল সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জায়গার মালিক আবু ছৈয়দ বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদুছ ছবুর, আবু বক্কর, এনামুল হক ও মাহাবুবুল আলমসহ ৪ জনের বিরুদ্ধে একটি প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পটিয়া সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট দায়িত্বভার প্রদান করেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার কোলাগাঁও মাজার পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম ১৯৭৫ সালে তার ছেলে মুহাম্মদ ফোরকান ও মেয়ে ছুরুত জামালকে ৮০ শতক জায়গা দানপত্র দলিল দেন। উক্ত জায়গায় ফোরকান ও ছুরুত জামাল ভোগ দখলে থাকাবস্থায় ১৯৭৭ সালে ছুরুত জামাল মারা যায়। এতে তাদের ওয়ারিশগণ উক্ত জায়গায় ভোগ দখলে রয়েছে। এমতাবস্থায় পশ্চিম কোলাগাঁও এলাকার মৃত নুরুল আমিনের পুত্র আবদুছ ছবুর ও আবদুল বারেকের পুত্র আবু বক্কর মৃত ছুরুত জামালকে জীবিত সাজিয়ে সাবরেজিস্ট্রি অফিসে এক মহিলাকে হাজির করে বিগত ২০১৫ সালের ৪ নভেম্বর আবদুছ ছবুর ও আবু বক্করের নামে ৮৩৫০/১৫নং একটি জাল দলিল সৃষ্টি করে। উক্ত দলিলে ০.৭২৫ শতাংশ নাল জমি ও পুকুর ক্রয় দেখানো হয়। দলিলে এনামুল হক ও মাহাবুবুল আলম নামে দুজনকে সাক্ষী রাখা হয়। দলিলটি সৃষ্টি করে দীর্ঘদিন নীরব থাকার পর গত ২৩ অক্টোবর দলিল জালিয়াতকারী আবদুছ ছুবুর ও আবু বক্কর লোকজন নিয়ে উক্ত জায়গা দখল করতে গেলে প্রতারণা ও জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। গত ৩০ অক্টোবর এই ব্যাপারে ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাদী আবু ছৈয়দ জানান ছুরুত জামালের নামে জাতীয় পরিচয়পত্র নং- ১৫১১২৭৬৪৫৪৩১৩ জন্ম তারিখ- ২৬/০৫/১৯৭৫ ব্যবহার করা হয়েছে। অথচ উক্ত ছুরুত জামাল ১৯৭৭ সালে মারা যায়। পটিয়া সহকারী কমিশনার (ভূমি) মাহামুদ উল্লাহ মারুফ জানান, জাল দলিল সৃষ্টির মামলাটি অত্র কার্যালয়ে এসেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন