শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মোদি বিরোধী আন্দোলনে ১৭ জন শহীদ হয়েছেন

আজ দেশবাপী দোয়া শুক্রবার বিক্ষোভ সমাবেশ প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিরোধী আন্দোলনে ১৭ জনকে শহীদ এবং ৫ শতাধিক ব্যক্তিকে আহত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২ শতাধিক ব্যক্তিকে। অনতিবিলম্বে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গতকাল রোববার বিকেলে পুরানা পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে মোদি বিরোধী আন্দোলনে সারাদেশে ১৭ জন শহীদ হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ সোমবার সারাদেশে দোয়া এবং আগামী ২ এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। প্রেস ব্রিফিংয়ে মোদি বিরোধী আন্দোলনের পুলিশ ও সরকারের পেটোয়া বাহিনীর বর্বরোচিত হামলার ঘটনা তুলে ধরেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মহাসচিব মাওলানা মামুনুল হক।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুর রব ইউসুফী, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমির মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুসা বিন ইযহার, প্রিন্সিপাল আবু তাহের খান, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কবি মুহিব খান, মাওলানা আতাউল্লাহ আমিন, তফাজ্জল হক মিয়াজী, গাজী ইয়াকুব ও ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা ইলিয়াস আতহারী।

প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক গত ২৭ ও ২৮ মার্চ দু’দিন মোদি বিরোধী বিক্ষোভ ও শান্তিপূর্ণ হরতালে সরকারের মারমুখী ভূমিকায় দেশবাসী চরমভাবে ক্ষুদ্ধ হয়েছেন। তিনি বলেন, বি-বাড়িয়ায় ওবায়দুল মুক্তাদির এম পি’র নেতৃত্বে পেটোয়া বাহিনী বৃহৎ মাদরাসার দিকে অগ্রসর হয়। এসময়ে গ্রামবাসী ও বিক্ষুদ্ধ জনতার প্রতিরোধ গড়ে তোলে। তিনি বলেন, দু’দিনে বি-বাড়িয়ায় পুলিশের গুলিতে ১২জন, হাটহাজারিতে ৪ জন এবং ঢাকার সাইনবোর্ডে ১জন সহ মোট ১৭ জন হেফাজত কর্মীকে শহীদ করা হয়েছে। মুন্সিগঞ্জের নিমতলীতে গতকাল বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংসকারী, সীমান্তে বাংলাদেশি হত্যাকারী এবং মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাত সেই মোদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় অভ্যর্থনায় জনগণ ভালো চোখে দেখেনি। তিনি সারাদেশে স্বত্ব:স্ফ’র্তভাবে শান্তিপূর্ণ হরতাল পালন করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানান। হেফাজতের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম বলেন, আমরা সরকার বা কোনো দলের বিরোধী নই। আমাদের ঈমানী আন্দোলনের ১৭ জনকে শহীদ করা হয়েছে, ৫ শতাধিককে আহত এবং ২ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। শহীদ ও আহত পরিবারকে ক্ষতিপূরণ , গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি এবং বাড়ী ঘরে হামলা মামলা বন্ধ করতে হবে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি আজ সারাদেশে দোয়া এবং ২ এপ্রিল সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Hamid ২৯ মার্চ, ২০২১, ১২:৫০ এএম says : 0
শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না।
Total Reply(0)
Abdullah Ahsan ২৯ মার্চ, ২০২১, ৫:৫৭ এএম says : 0
আমার দেশে ঝরে প্রাণ, কে সে পিশাচ মেহমান
Total Reply(0)
সালমান আল উসামা ২৯ মার্চ, ২০২১, ৫:৫৭ এএম says : 0
আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী নিরস্ত্র মানুষের মধ্যে, তার বুকের উপর হচ্ছে গুলি... > বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
Total Reply(0)
Shelim Khan ২৯ মার্চ, ২০২১, ৫:৫৭ এএম says : 0
Innalillahi wainna ilaihi rajiun
Total Reply(0)
Nakib Khan ২৯ মার্চ, ২০২১, ৫:৫৮ এএম says : 0
হেফাজতে ইসলাম তো আর সরকার পতনের আন্দোলন করতেছে না পুলিশ এবং জনগণ যদি বন্ধু হয় তাহলে এত হতাহতের কারণ কি নিশ্চয়ই এখানে সরকার অথবা বিরোধীদলের স্বার্থ জড়িত আছে
Total Reply(0)
Mohammad Abul Mamun ২৯ মার্চ, ২০২১, ৫:৫৮ এএম says : 0
ভীনদেশীদের জন্য যারা নিজের ভাইয়ের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে না তারা ঘরের শত্রু, দেশের শত্রু, দেশের জনগনের শত্রু। দেশ ও জাতি তাদের হাতে নিরাপদ নয়।
Total Reply(0)
Marjana Akhter ২৯ মার্চ, ২০২১, ৬:০১ এএম says : 0
অবশ্যই আল্লাহ জুলুমকারীদের জন্য শাস্তি নির্ধারন করে রেখেছেন। আপনার যত ক্ষমতাই থাকুক বিচারের দিন তা কাজে আসবে না।
Total Reply(0)
ibrahim ২৯ মার্চ, ২০২১, ৮:০১ এএম says : 0
পুলিশ এখন ............
Total Reply(0)
Rafiqul Islam ২৯ মার্চ, ২০২১, ৯:৫৭ এএম says : 0
.................!17 জীবনের জন্য ....... দায়ী, সাবধান আললাহর গজব আসবেই,ইনশাআললাহ
Total Reply(0)
মোহাম্মদ লিতুন ২৯ মার্চ, ২০২১, ১:১১ পিএম says : 0
মোদী বিরোধী আন্দোলন করছে জনগণকে কেন তাদেরকে গুলি করা হয় জনগণ একদিন বিচার করবে ইনশাআল্লাহ শহীদের রক্ত বৃতা যাবে না
Total Reply(0)
তাহসিন ২৯ মার্চ, ২০২১, ৩:১৮ পিএম says : 0
ভারতের কর্মী এরা স্বদেশের শত্রু।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন