গফরগাঁও থেকে মোঃ আতিকুল্লাহ ঃ গফরগাঁও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে অগ্রণী, সোনালী, কৃষি, রুপালি, জনতাসহ বিভিন্ন ব্যাংকে কোরবানি ঈদ উপলক্ষে উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন ধরে। বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদরাসার বেতন এবং উৎসব বোনাস দেয়া হয় উপজেলা সদরে অগ্রণী ব্যাংক থেকে। এ ছাড়া প্রবাসীদের টাকা হরদম আসে অনলাইনের মাধ্যমে। এতে করে প্রতিনিয়তই ভিড় বাড়ছে। তাহমিনা নামে একজন গ্রাহক জানান, ব্যাংক গুলোতে অনলাইন হওয়াতে আমাদের টাকা উত্তোলনে সহজ হয়েছে। অনলাইন হওয়ার আগে কিছুটা বেশী সময় লেগে যেতো। অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মো. রফিকুল ইসলাম জানান, ঈদ আসলেই ব্যাংকে কিছুটা ভিড় বেড়ে যায়। তবে আমরা গ্রাহকদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। আর শিক্ষকদের কোন ধরনের সমস্যা হলেই তাৎক্ষনিকভাবে সমাধা করার জন্য চেষ্টা করে থাকি। গফরগাঁও শাখা সোনালী ব্যাংকের গ্রাহক ফাহমিদা জানান, আমার চেক বই হারানো গেছে চলতি সপ্তাহে। অথচ হারানো চেক দিয়ে আমার টাকা অন্যব্যক্তি তুলে নিয়ে গেছে। চেকে আমার কোনো ধরনের স্বাক্ষর নেই। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ধরনের সহযোগিতা পাইনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন