শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

হাতাশা ঝেড়ে ‘পরামর্শক’ সালাউদ্দিন

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শুধু একটা গোলই বদলে দিতে পারত চিত্র। মালদ্বীপের কাছে লজ্জাজনক হার এবং ঘরের মাঠে দুর্বল ভুটানকে হারাতে না পারায় এখন যেন তুষের আগুনে পুড়ছে দেশের ফুটবল। সব জায়গায় একই আলোচনা, তাহলে কি লাল-সবুজ ফুটবলে অশনি সংকেত বেজে উঠল? ঘরেই যখন ঘাসের মাঠে ভুটানকে হারাতে পারেনি, তখন থিম্পুতে অ্যাস্ট্রোটার্ফে কি করবে বেলজিয়াম কোচ টম সেন্টফিটের শিষ্যরা? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেন কুল-কিনারা পাচ্ছেন না বাংলাদেশের আপামর ফুটবলপ্রেমীরা। ঠিক এ সময় মুখ খুললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাজী সালাউদ্দিন। ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ড্র এবং সুযোগের পর সুযোগ পেয়েও স্ট্রাইকারদের জ্বলে উঠতে ব্যর্থ হওয়াটা ব্যথিত করেছে বাফুফে বসকে। তার কথায়, ‘একজন সফল ফুটবলার হতে হলে একটা জিনসই দরকার। অনুশীলন, অনুশীলন আর অনুশীলন।’ তবে হতাশায় ভেঙে না পড়ে ফুটবলারদের পরামর্শ দিলেন বাফুফে সভাপতি, ‘বেশি বেশি অনুশীলনই বদলে দিতে পারে টিম বাংলাদেশকে। তাছাড়া দলে কেউ কাউকে জায়গা দিয়ে দেয় না। সেটা করে নিতে হয়। আমি নিজেও কোচ ছিলাম। আমি জানি, একজন কোচ কখনো ভালো কোনো খেলোয়াড়কে বসিয়ে রেখে অন্যকে খেলান না। ফুটবলে ট্যালেন্ট বলে কিছু নাই। প্রয়োজন প্রচুর অনুশীলনের।’ সালাউদ্দিন যোগ করেন, ‘আমাদের সময়ে যখন ক্লাবের সব ফুটবলাররা অনুশীলন শেষ করে চলে গেছে, তখন আমরা তিন-চার জন আলাদাভাবে অনুশীলন করেছি। ওই সময়ে পারিশ্রমিকও বেশি ছিল না। ফলে টাকার প্রতি আমাদের নজর ছিল না। কিন্তু এখনকার ফুটবলাররা অনেক বেশি পারিশ্রমিক পায়। যে কারণে খেলার চেয়ে টাকাটাই তাদের কাছে বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আর তাই মাঠে তারা পারফরম্যান্স করতে পারছে না।’
অন্যদিকে এমন ড্রয়ের পর জাতীয় দলের বেলজিয়ান কোচ টম সেন্টফিটের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা। এ বিষয়ে তিনি বাফুফে সভাপতির সঙ্গে কথাও নাকি বলেছেন। সেইন্টফিটের কথা, ‘বাফুফে সভাপতি দেশের বাইরে ছিলেন। তাই এই ক’দিন তার সঙ্গে আলোচনা করতে পারিনি। ভুটানের বিপক্ষে ড্র করা ম্যাচ নিয়ে কোচ বলেছেন, ‘গতকাল মঙ্গলবার অনেক সুযোগ ছিল। প্রথম ১৫ মিনিট এবং শেষের ৫ মিনিটে অন্তত তিনটি করে গোলের সুযোগ এসেছিলো। সমস্যা ছিলো গোল স্কোর। তাকে আমি বলেছি, আমার নতুন ফুটবলার প্রয়োজন। এ ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।’
ঘরের মাঠে ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করে এখন খাদের কিনারায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফলে এ্যওয়ে ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে জীবন-রনিদের। শুধু একটা গোলই বদলে দিতে পারতো চিত্র। তাই আগামী ম্যাচে এ বিষয়টা নিয়ে বেশি গুরুত্ব দেবেন টম, ‘আগামী ১৯ সেপ্টেম্বর লিগ শুরু হলে আমি ঢাকায় ফিরবো। লিগের ম্যাচ দেখে প্রতিটি পজিশনেই নতুন ফুটবলার খুঁজবো।’ কোচ জানালেন নিজের প্রতিভা দেখাতে পারলে যে কোন ফুটবলারকেই দলে নেবেন তিনি, ‘বয়স বা নাম নয়। আমি দেখবো পারফরম্যান্স। যে ফুটবলার ফিট, স্কোর করতে পারে। যে দেশের জন্য কিছু করার ক্ষমতা রাখে। আমার স্কোরার দরকার। (রসিকতা করে) প্রয়োজনে যদি বাফুফে সভাপতিও ফিট থাকেন। আর তিনি যদি খেলতে চান তাহলে তাকেও আমি বেস্ট ইলেভেনে রাখবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন