স্পোর্টস রিপোর্টার : সন্ত্রাস ও জঙ্গিবাদ যেমন দেশ ও সমাজকে কলুষিত করে, ঠিক তেমনি ক্রীড়াঙ্গণকেও ধ্বংস করে। সাম্প্রতিক সময়ে এই জঙ্গিবাদ দেশের বিরাজমান শান্তিকে নষ্ট করছে। আর তাই জঙ্গিবাদের কড়া ছোবল থেকে দেশকে মুক্ত করতে এবং জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছেন দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক, কর্মকর্তা, দেশের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় জঙ্গিবাদ বিরোধী র্যালি ও সমাবেশ। সকাল ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে জিপিও, পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালীটি। রোলার স্কেটিং, কারাতে, জুডো, তায়কোয়ান্ডো খেলোয়াড়রা তাদের নিজস্ব খেলার পোশাকে র্যালীতে অংশ নেন। মানববন্ধনে অংশ নেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ-সংগঠক, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যসহ প্রায় পাঁচ হাজার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন