শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এক হাজার কোটি টাকা খরচ করে দ্বীপাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৮ সালের মধ্যে গলাচিপায় ৭০ শতাংশ মানুষকে বিদ্যুৎ দেয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনে এক হাজার কোটি টাকা খরচ করে দ্বীপাঞ্চলের মানুষের কাছে বিদ্যুৎ সংযোগ প্রদান নিশ্চিত করা হবে। ২০১৬ সাল হবে দুর্নীতিমুক্ত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম। ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব এবং ২০৩০ সালে হবে উন্নত বাংলাদেশ। বিদেশিরা এখন বিদ্যুৎ খাতসহ সকল উন্নয়ন খাতে বিনিয়োগে উৎসাহী হচ্ছেন। আমাদের অনেক স্বপ্ন, আগামী দিনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব। আলো আমাদেরকে সম্ভাবনার পথ দেখায়। সেই আলোয় উদ্ভাসিত হবে বাংলাদেশ। শনিবার পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বেলা সাড়ে ১১.০০ টায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ২৭৮১ পরিবারে বিদ্যুৎ সংযোগ ও ৩৩/১১ কেভি ০৫ এমভিএ উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাফিজ আহম্মদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ, খ, ম জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) সুনীল চন্দ্র দে, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক শামসুল হক সিদ্দিকী, পুলিশ সুপার মোসফিকুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে এসেছি। এ বার্তা হচ্ছে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো। সমস্যা আছে, সমাধানে আমাদের সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উন্নত গ্রাহক সেবা নিশ্চত করতে স্থানীয় পবিস-এর কর্মকর্তাকে নির্দেশ দেন। গলাচিপায় একটি অভিযোগকেন্দ্র খোলার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, বিদ্যুৎ নিতে অতিরিক্ত কোন অর্থের প্রয়োজন হয় না। যারা দালালীর মাধ্যমে অতিরিক্ত অর্থ নেয় তাদের প্রতিরোধ করার জন্য স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সজাগ/সচেতন থাকার আহŸান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন