হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে মো. আজিজুল হককে অব্যাহতি দেওয়া হয়। তিনি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।
এর আগে মামুনুলের পক্ষে পোস্ট শেয়ার করার অভিযোগে সোমবার গিয়াস উদ্দীন নামের উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য আজিজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের কাছে আসা আজিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে, সেখানে তিনি মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে যাওয়া ঘটনাটিকে মিথ্যা ও তাকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন