খোদেজা মাহবুব আরা
ধৈর্যহীন মায়াহীন তরঙ্গ প্রবাহ
কোন খেয়ালী আগুনে
পুড়ে যাওয়া বিরতিহীন
যন্ত্রণার আঁচলে ঢেকে থাকা জীবন
মনে হয় দিবারাত্র অনেক ভুল আমার
স্বচ্ছ সরোবরে অবগাহনে আনন্দ চেয়েছি
ভয়ঙ্কর কোন ভুলে ডুবে গেছি অতল গহ্বরে
দুএকটি সুবাসিত মুহূর্ত আমাকে ছুঁয়ে যায়
মায়াবী গোপন সৌন্দর্যে
নক্ষত্র রাত্রির উজ্জ্বল আলোকবর্তিকা
শেষ বিন্দুটুকু আমাকে দিতে চায়
কিন্তু আমিই ভুল করি বার বার
তবু পিপাসার আর্তিতে আমি হীরক জীবন চাই,
লাবণ্যটুকু খুঁজি বার বার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন