শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রবাসীর খোয়া যাওয়া সোনার বার উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

দুবাই প্রবাসী মেহেদী হাসানের সোয়া ১১ লাখ টাকা দামের দুটি সোনার বার খোয়া যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শাহজালাল বিমানবন্দরে এসে সেই সোনার বারের জন্য শুল্ক দিতে হয় আরও ৪০ হাজার টাকা। আর সেই সোনার দুটি বার কাস্টমস জোন থেকেই খোয়া যায়। প্রবাসী মেহেদী বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) কাছে অভিযোগ দেন। ১৩ দিন পর ফেনী থেকে ২৩২ গ্রামের সোনার বার দুটি উদ্ধার করে মেহেদী হাসানের কাছে তুলে দেয় বিমানবন্দর আর্মড পুলিশ।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৩ মার্চ সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মেহেদী হাসান। ইমিগ্রেশন শেষ করে বেল্ট থেকে ব্যাগ নিয়ে কাস্টমস জোনে যান তিনি। সে সময় কাস্টম কর্মকর্তারা তাকে তল্লাশি ও জিঙ্গাসাবাদ করে। মেহেদী কাস্টম কমকর্তাদের জানান, তার কাছে দুটি সোনার বার আছে এবং তিনি শুল্ক দেবেন। সোনালী ব্যাংকের মাধ্যমে ৪০ হাজার টাকা শুল্ক পরিশোধ করেন মেহেদী। গ্রিন জোন থেকে বের হয়ে যাওয়ার সময় এক কাস্টমস কর্মকর্তা মেহেদীকে আবারও তল্লাশি করতে ডাকেন।
মেহেদী জানান, তিনি সোনার বার এনেছেন এবং শুল্ক দিয়েছেন। তাকে সোনার বার দুটি স্ক্যানারে দিতে বলা হয় এবং তাকেও বডি স্ক্যানারের ভেতর দিতে যেতে বলা হয়। কাস্টম কর্মকর্তাদের তল্লাশি শেষ গ্রিন জোন থেকে বের হয়ে আসেন মেহেদী। এরপর মেহেদী হাসান বের হয়ে আসেন বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে। গাড়ি পার্কিং এলাকায় যাওয়ার পর তিনি টের পান সঙ্গে থাকা সোনার বার দুটি আনেনি। সোনার বার দুটি তিনি কাস্টমসের স্ক্যানার মেশিনে দিয়েছিলেন। দৌড়ে ছুটে গেলেন কাস্টমস জোনে। কিন্তু সোনার বার আর ফেরত পেলেন না। এরপর তিনি কাস্টম জোন থেকে আর্মড পুলিশের অফিসে আসেন অভিযোগ দেয়ার জন্য।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ১৩ দিন পর ওই প্রবাসীকে ফোন করে জানানো হয় তার সোনার বার দুটি উদ্ধার করা হয়েছে। এরপর পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বার দুটি ফেরত নিয়ে যান তিনি। এ সময় মেহেদী বলেন, বিমানবন্দর আর্মড পুলিশের কাছে কৃতজ্ঞ। তাদের আন্তরিকতার কারণে বার দুটি ফেরত পেলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন