চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ওভারহেড সেলফে একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানায়, বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এর ভিতর থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে। ব্যাগটির কোনো দাবিদার পাওয়া যায়নি। উদ্ধারকৃত সোনার বারের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন