শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় নতুন নেশার ট্যাবলেট উদ্ধার

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

বগুড়ায় র‌্যাবের হাতে উদ্ধার হল নতুন নেশার সামগ্রী সেন্ট্রাডল। গত বুধবার দুপুরে ১০২৬ পিস সেন্ট্রাডল ট্যাবলেট উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করে র‌্যাব।

এক প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, বগুড়া-১২ ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার দুপরে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো বন্ধ গেইটের পাশে তানিয়া ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে তল্লাশী চালায়। এ সময় ওই দোকোনে বিক্রির জন্য রাখা ১০২৬ পিস সেন্ট্রাডল ট্যাবলেট পাওয়া যায়। নিষিদ্ধ এই ট্যাবলেট উত্তেজক হিসেবে ব্যবহার হয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ফার্মেসির মালিক মো. করিম সরকার (৩০) ও তার কর্মচারি রফিক মিয়া (৩০) কে আটক করে র‌্যাব। উল্লেখিত ওষুধ ছাড়াও র‌্যাব তাদের ব্যবহ্যত দুটি সিমসহ মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা জব্দ করে। তাদেরকে শেরপুর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন