হিলি সংবাদদাতা
দিনাজপুরের হিলি সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার ভোরে সীমান্তবর্তী বোয়লদার এলাকার মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, একদল চোরাকারবারি ভারত থেকে চোরাইপথে বিপুলসংখ্যক ট্যাবলেট পাচার করে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বোয়ালদার এলাকার ধান ক্ষেতে ওত পেতে থাকে। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৪ লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট, নেশা জাতীয় ইঞ্জেকশন ও ট্যাবলেট, গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৯৫ লাখ ৫৮ হাজার ৮৭০ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন