শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কানাডার গ্লোবাল টি-২০ এবার মালয়েশিয়ায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

মহামারীকালে একটি আসর স্থগিত হওয়ার পর এবার বদলে গেল আয়োজক দেশ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার হবে মালয়েশিয়ায়। আগামী ২৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত হবে ছয় দলের এই টুর্নামেন্ট।
ক্রিকেট কানাডা ও বোম্বে স্পোর্টস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের তৃতীয় আসর হবে এবার। ২০১৮ ও ২০১৯ সালে দুটি আসর হওয়ার পর গত আসর হতে পারেনি কোভিড-১৯ রোগের প্রকোপের কারণে। এবারও মহামারীকালে আয়োজনগত নানা জটিলতায় উত্তর আমেরিকা থেকে টুর্নামেন্ট সরিয়ে আনা হলো এশিয়ায়। কুয়ালা লামপুরের কাছে কিনরারা ওভাল মাঠে ১৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ২২টি।
গ্লোবাল টি-টোয়েন্টির আগের দুই আসরে খেলেছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গা, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, যুবরাজ সিং, স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। বিদেশি তারকাদের মধ্যে প্রতি দলে ‘মারকি’ ক্রিকেটার থাকেন দুজন করে। সব দলের স্কোয়াডে কানাডার ক্রিকেটার রাখতে হয় ছয়জন করে, তাদের মধ্যে অন্তত তিনজন হতে হয় ইমার্জিং ক্রিকেটার। এবার মালেয়েশিয়ার একজন ক্রিকেটারও রাখতে হবে প্রতি দলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন