সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতাঃ : আর মাত্র ক’দিন পর পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে পশু জবাই কাজে ব্যবহারের জন্য ধারালো অস্ত্র বিক্রির হিড়িক পড়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মীরগঞ্জ, সুন্দরগঞ্জ, পাঁচপীর, মাঠের হাট, মজুমদার, বেলকা, বামনজাঙ্গা, কাঠগড়া হাট, শোভাগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এসব ধারালো অস্ত্র বিক্রির হিড়িক পড়েছে। ঈদে মুসলমানগণ আল্লাহর নামে পশু কুরবানি করে থাকেন। গ্রাম-গঞ্জে কসাইদেরকে কোরবানির পশু পরিচর্যার কাজে খুব কম লাগানো হয়। এলাকার অসহায়, দুঃস্থ ও গরিব শ্রেণীর মানুষদের দিয়ে এর পরিচর্যা করা হয়ে থাকে। প্রতি বছর কোরবানির জন্য নতুন নতুন ধারালো অস্ত্র ক্রয় করে থাকেন কোরবানি দাতারা। এ উপলক্ষে কোরবানির এক মাস পূর্ব হতেই কামার শিল্পীরা ধারালো অস্ত্র তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। অনেক কামার শিল্পী নিজেরাই তৈরিকৃত ধারালো অস্ত্র বাজারে নিয়ে পসরা বসিয়ে বিক্রি করে থাকেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন