রান্নাবিষয়ক ব্যতিক্রমী আয়োজন ‘টপার টপ কুক’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় সেরা ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। গত ১৮ জুন থেকে আরএফএলের ক্রোকারিজ ব্র্যান্ড টপার এই প্রতিযোগিতা শুরু করে। এনটিভি অনলাইন এই আয়োজনের সঙ্গে ছিল। মজাদার, স্বাস্থ্যকর ও আধুনিক রেসিপি তুলে ধরা ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানান টপারের ব্র্যান্ড ম্যানেজার শরীফুল ইসলাম। ‘টেস্টি রেসিপি, হেলদি ফুড’ এ ¯েøাগানকে সামনে রেখে প্রতিযোগীদের টপার সামগ্রী ব্যবহার করে রান্নার এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ‘টপার টপ কুক’ প্রতিযোগিতায় ঢাকার ফারজানা আফরিন প্রথম হয়েছেন। সেরা রেসিপির জন্য তিনি ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট এবং অভিজাত রেস্তোরাঁয় দুই রাত, তিন দিন থাকার সুযোগ পেয়েছেন। হাসনাত জাহান ও ফাতেমা আফরোজকে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ভিশন ২০ ইঞ্চি এলইডি টিভি ও ভিশন মাইক্রো ওভেন দেয়া হয়েছে। অন্য বিজয়ীরা হলেনÑ জান্নাতুল ফেরদৌস জুঁই, খাদিজা হোসাইন, মো: আসাদুজ্জামান, রোকসানা রিমা, জয়ন্তী দাস, মীর ফৌজিয়া রহমান ও শাহিনা কবির। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারক ছিলেন রন্ধনশিল্পী ও পুষ্টিবিদ কল্পনা রহমান, রওশন আরা বেগম, নাজমা হুদা, টপারের ব্র্যান্ড ম্যানেজার শরীফুল ইসলাম, আরএফএলের হেড অব সেলস আবদুল কুদ্দুস মিয়া ও এনটিভি অনলাইনের মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ। Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন