শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শনিবারের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে হবে বলে বাংলাদেশ সফর সম্ভব নয়, গত ২৫ আগস্ট এমনটা জানিয়ে দেয়ার পরও সিদ্ধান্ত পাল্টে বাংলাদেশ সফরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে একে একে বেয়ারশ’, মইন আলী, ক্রিস জর্ডান, লিয়াম ডসনরা তুলেছেন হাত। তবে বাংলাদেশ সফরের শুরুতে ইংল্যান্ড দলকে অবতীর্ণ হতে হবে ওয়ানডে সিরিজে, ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইউয়ান মরগ্যান এখনো বাংলাদেশ সফর নিয়ে ভাবছেন! বাংলাদেশ সফরে এসে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত সশরীরে দেখে গেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের প্রধান রেগ ডিকাসনের রিপোর্টে কোথাও বাংলাদেশ সফরে ঝুঁকির কথা নেই। শতভাগ নিরাপত্তার নিশ্চয়তার কথা বলা আছে তার রিপোর্টে। গত ২৫ আগস্ট ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেস্টা রেগ ডিকাসনের সেই রিপোর্ট জেনে যাওয়ার পরও বাংলাদেশ সফরে চূড়ান্ত সম্মতি দেননি মরগ্যান। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচ শেষে বলেছেনÑ‘বাংলাদেশ সফর নিয়ে এখনো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। গত ২ সপ্তাহ ক্রিকেটে খুব ব্যস্ত সময় কাটিয়েছি। বিষয়টি চিন্তা করার জন্য এখনো বেশ ক’দিন সময় পাচ্ছি। সেখানে যেয়ে ক্রিকেট খেলা নিরাপদ কি না, তার উপর নির্ভর করছে আমার সিদ্ধান্ত। একজন অধিনায়ক হিসেবে মনে করি সেখানে যেয়ে সবার সঙ্গে মিশতে হবে। যদি পর্যাপ্ত স্বাচ্ছন্দ পাওয়া যায় তাহলেই কেবল ক্রিকেটে মনোযোগ দেয়া যাবে এবং তাতে উপকৃত হবে দল।’
মরগ্যানের মুখ থেকে এই কথা শুনে চটেছেন ইসিবি’র পরিচালক এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণার জন্য নির্বাচকরা যখন সেরা দল গঠনের কথা ভাবছেন, তখন ওয়ানডে অধিনায়কের মুখে এমন কথা শুনে ভাল লাগেনি স্ট্রাউসেরÑ‘যদি আমাকে বলা হয়, দুই অধিনায়ককেই কি সফরে দেখতে চাও? আমি বলব ‘অবশ্যই’। অধিনায়কের বিশেষ কিছু ভুমিকা আছে, আছে দায়িত্ববোধও। নিজেদের প্রতি লক্ষ্য রাখার চেয়েও বৃহত্তর স্বার্থটাই তাদের কাছে বড়। অবশ্যই দলের প্রতি দায়িত্ব আছে অধিনায়কের। তবে তারাও মানুষ, তাদের নিজস্ব চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, ইস্যু এবং জীবনের কিছু লক্ষ্য থাকতে পারে। সেটাও আমাদেরকে বুঝতে হবে।’
বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে কারো কোন সন্দেহের উদ্রেক হলে রেগ ডিকাসনের রিপোর্টটি আরো একবার পর্যালোচনা করার পরামর্শ তারÑ ‘রেগ এর (ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন) রিপোর্টে আমি আশ্বস্ত হয়েছি। রিপোর্টটি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছে ক্রিকেটারদের। তারপরও সবাই রিপোর্টটি দেখতে এবং পর্যবেক্ষণ করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত উপদেশ নিয়ে সব কিছু পরিস্কার করেছেন রেগ। যদি রেগ কোন জায়গাকে নিরাপদ বলেন, তাহলে তা নিরাপদই হবে। যদি না বলেন, তাহলে না ই হবে। সে জন্যই খেলোয়াড়দের সাথে একটা বিষয় নিয়ে করেছি তর্ক, বলেছি তার উপদেশগুলো দেখ। সবাইকে ডেকে বলেছি, কিছুটা সময় নাও। তার পর সিরিজ শেষে তাদের কাছে সরাসরি জিজ্ঞেস করব। বেশ ক’জন ক্রিকেটার আমাকে সরাসরি প্রশ্ন করেছেন, বেশ ক’জন রেগের সাথে কথা বলেছেন। প্রশ্নগুলোর কিছু কিছু ছিল স্পর্শকাতর।’
মরগান শুধু একাই নন, পাকিস্তানের বিপক্ষে ক’দিন আগে বিশ্বরেকর্ড স্কোরের (৪৪৪/৩) নায়ক ওপেনার অ্যালেক্স হেলস ( ১৭১ রান) বাংলাদেশ সফরে আসতে আগ্রহী নন, প্লাঙ্কেট, জোস বাটলারের পর তার এই অবস্থান জেনে বিব্রতকর পরিস্থিতিতেই পড়েছেন ইসিবি পরিচালক স্ট্রাউসÑ‘আমি কাউকে জোর করে প্লেনে উঠিয়ে দিতে পারি না। কাউকে জোর করে বলতে পারি না বাংলাদেশ সফরে তোমাকে যেতে হবে। সিদ্ধান্তটা যার যার নিজস্ব। ঝুঁকি নিয়ে সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কোনটাকে অগ্রাধিকার দিবে, তা তাদের ব্যক্তিগত ব্যাপার।’
বাংলাদেশ সফরে পূর্ণশক্তির ইংল্যান্ড দলকেই যাবে দেখা,এ বিশ্বাস তারÑ‘আমি এখনও আশাবাদী, ওই বিমানে সবাই থাকবে। কারণ, আমি বিশ্বাস করি আমরা যে নিরাপত্তা পরিকল্পনা পেয়েছি তা ঝুঁকি কমিয়ে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে এসেছে।’
বাংলাদেশ সফর শেষে ভারতে ৪ ম্যাচের টেস্ট সিরিজ অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনে। সে কারণেই বাংলাদেশ সফরকে সিরিয়াসলি নিয়েছে ইসিবি। আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের দল ঘোষণা করবে ইসিবি। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে চান না স্ট্রাউস। বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিতে মরগ্যানদের সময় বেধে দিয়েছেন তিনি। আগামীকালকের (শনিবার) মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইংল্যান্ড ক্রিকেটারদের। বাংলাদেশ সফরে অনীহা কেউ প্রকাশ করলে তার জন্য ভবিষ্যতের দরজাটা যে থাকবে না খোলা, সেটাও মনে করিয়ে দিয়েছেন স্ট্রাউসÑ‘কেউ যদি চোটে পড়ে তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে দলে (তার) জায়গার দখল হারায়, এটা ঠিক তেমন ব্যাপার। আর সেক্ষেত্রে কেউ যদি সত্যিই ভালো করে ফেলে তাহলে তার (ফেলে যাওয়া) জায়গার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না।’ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের কথা ভেবে তো এমন আলটিমেটামে বাংলাদেশ সফরে মরগ্যানদের হাত তোলার কথা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন