শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে লকডাউনের উপেক্ষা করায় ৩ মামলা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৬:০২ পিএম

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনে চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় প্রশাসন, পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে নতুন বাজার, সুজাতপুর বাজার, কালির বাজার’সহ উপজেলার বিভিন্ন গুরুত্ব¡পূর্ণ পয়েন্টগুলো দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। বিধিনিষেধ উপেক্ষা করে অবৈধ গাড়ি নিয়ে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ২টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সহকারী কমিশনার (ভূমি) অফরোজা হাবিব শাপলা উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে লকডাউন চলাকালে কয়েকটি অবৈধ মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করার কারণে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মোট ৩টি মামলায় ৬হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন