বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর মাঠে গড়ানোর কথা ৬ নভেম্বর। তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে ইতোমধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল। সম্প্রতি ৩টি নুতন ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে গভর্নিং কাউন্সিল। বিপিএল’র প্রথম ২ আসরে অংশ নেয়া দূরন্ত রাজশাহী এবং খুলনা রয়েল বেঙ্গল খেলাপী হওয়ায় তৃতীয় আসরে অংশ নিতে পারেনি এই ২ বিভাগের কোন দল। এবার এই দু’টি বিভাগ থেকে ২ টি দল নিচ্ছে অংশগ্রহণ। পরাষ্ট্র প্রতিমন্ত্রীর আগ্রহে রেনেসাঁ গ্রæপ এবার কিনছে রাজশাহীর ফ্রাঞ্চাইজি। আর জেমকন গ্রæপ আগ্রহ প্রকাশ করেছে খুলনার ফ্রাঞ্চাইজি পেতে। বিপিএল’র গত আসরে সিলেট সুপার স্টারের ফ্রাঞ্চাইজি আলিফ গ্রæপ বিসিবি’র শর্ত ভঙ্গ করে ফ্রাঞ্চাইজি ফি পরিশোধে গড়িমসি করায় তাদের পরিবর্তে অন্য কোন ফ্রাঞ্চাইজি খুঁজছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এদিকে বিপিএল’র প্রথম তিনটি আসরে টেলিভিশন স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান চ্যানেল নাইন চুক্তির শর্ত ভঙ্গ করায় তাদের পরিবর্তে অন্য মিডিয়া রাইটস খুঁজছে গভর্নিং কাউন্সিল। এসব তথ্য দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন