স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের ফুটবল রেফারি তৈয়ব হাসানকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এলিট প্যানেলে রেফারিং করার জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এজন্য তৈয়বকে কেবল মাত্র ফিটনেস পরীক্ষা দিতে হবে। যদিও আরও দু’মাস পর হবে এই পরীক্ষা। এশিয়ার শীর্ষস্থানীয় রেফারিরা এলিট প্যানেলে থাকেন। বাংলাদেশের একমাত্র রেফারি হিসেবে গত বেশ কয়েক বছর এএফসির এলিট প্যানেলে ছিলেন তৈয়ব হাসান। তবে ব্যক্তিগত কারণে চলতি বছর রেফারিং থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফিফার আগের নিয়ম ছিল ৪৫ বছর বয়স হওয়ার পর কেউ রেফারিং করতে পারবে না। কিন্তু এ বছর ফিফা বয়সের কোটা উঠিয়ে দিয়েছে। বয়স যতোই হোক শুধুমাত্র ফিটনেস ঠিক থাকলে রেফারিং করতে বাধা নেই। তৈয়ব হাসান এলিট প্যানেলে থাকতে পারলে সহকারি রেফারিদেরও সুযোগ থাকে এলিটে থাকার। বাফুফের রেফারিজ কমিটি চেষ্টা করছে তৈয়বকে পুনরায় রেফারিংয়ে আনার। ৪৬ বছর বয়স্ক তৈয়ব হাসান পেশায় শিক্ষক। নিজ জেলা সাতক্ষীরাতেই থাকেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন