বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সফর নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে দেয়ার জন্য যে সময় বেঁধে দিয়েছিলেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, আজ শেষ হচ্ছে আলটিমেটামের সে মেয়াদ। তবে আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার ২৪ ঘন্টা আগেও বাংলাদেশ সফর নিয়ে শুরু থেকে ইংলিশ অধিনায়ক মরগ্যানের অবস্থান থেকেছে অপরিবর্তিত। গত ২৫ আগস্ট ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্ট পর্যালোচনা করে বাংলাদেশ সফরের সবুজ সংকেত ইসিবি দেয়ার পরও ইংল্যান্ড অধিনায়ক এতোদিন ছিলেন দোটানায়। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ শেষে বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি বলে জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে। সিদ্ধান্তের জন্য চেয়েছিলেন সময়। তবে ইসিবিকে নিজের সিদ্ধান্তের জন্য ঝুলিয়ে রাখেননি ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশ সফরে আসতে মন টানছে না, তা স্পষ্ঠ করে জানিয়ে দিয়েছেন মরগ্যানÑ ‘আন্তর্জাতিক ক্রিকেটই হোক, কিংবা অন্য কোন ক্রিকেট, এতা কিছু দুশ্চিন্তা নিয়ে তো খেলা যায় না। জীবনের সেরা সময়ে সবাই চাইবেন মনযোগটা পুরোপুরি ক্রিকেটে রাখতে। কিন্তু, খেলতে গিয়ে তা উপভোগ করার চেয়ে যদি আপনাকে নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তবে সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। এর আগেও আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বিভিন্ন জায়গায় খেলেছি। কিন্তু, মন থেকে বলছি আমি বারবার একই রকম পরিস্থিতিতে পড়তে চাই না।’
২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী ঘটনা ছাড়াও ২০১০ সালে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে যেয়ে এবং ২০১৩ সালে গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ চলাকালে ২টি ঘটনাকে সামনে এনে বাংলাদেশ সফর থেকে নিজেকে প্রত্যাহারের পক্ষে যৌক্তিক অবস্থান তুলে ধরেছেন মরগ্যানÑ ‘এর আগেও ওই সমস্ত জায়গায় নিরাপত্তার মধ্যে ধ্বংসাত্মক কিছু দেখেছি। তখন আমি নিজেকেই বলেছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে আর ঠেলে দিব না।’
২০১০ সালে বেঙ্গালুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্বাগতিক দল মুখোমুখি হওয়ার আগে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ২টি বোমা বিস্ফোরণে ১৫ জন হয়েছে আহত, ৪৫ মিনিট দেরিতে শুরু হয়ে ম্যাচটি শেষ পর্যন্ত হলেও ওই ম্যাচের পর বেঙ্গালুরু থেকে আইপিএলের ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ার সে ঘটনা মনে করিয়ে দিয়েছেন মরগ্যান। ২০১৩ সালে ঢাকার ঘরোয়া ক্রিকেটে গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে খেলতে এসে জাতীয় নির্বাচনপূর্ব সহিংস ঘটনার কথা মনে পড়লে এখনো আতঁকে ওঠেন মরগ্যান, তা জানিয়ে দিয়েছেন মিডিয়াকেÑ ‘২০১০ সালে আইপিএলের ম্যাচ খেলছিলাম বেঙ্গালুরুতে, মাঠের বাইরে বোমা বিস্ফোরণ হয়। আমরা খুব দ্রæতই মাঠ ছেড়ে সরাসরি চলে যাই বিমানবন্দরে। সেটি একটি ঘটনা। আরেকটি ছিল বাংলাদেশে। খেলতে গিয়েছিলাম ঘরোয়া ক্রিকেটে। নির্বাচনের সময় তখন পরিস্থিতি ছিল অবিশ্বাস্য রকমের ভয়াবহ।’
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ইংল্যান্ড দল সফরের মাঝপথে দেশে ফিরে পুনরায় খেলতে এসেছে ভারতে। সেই ঘটনাতেই থেমে থাকেনি। উপমহাদেশে ঘটে চলেছে একটার পর একটা ঘটনা। সে কারণেই গুলশানে হলি আর্টিজেন রেস্টুরেন্টে গত জুলাইয়ে সন্ত্রাসী জঙ্গি হামলায় ১৮ বিদেশীসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় এতোটাই ভয় পেয়েছেন যে, ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেস্টা রেগ ডিকাসনের রিপোর্টে অন্যরা আশ্বস্ত হলেও আশ্বস্ত হতে পারছেন না মরগ্যানÑ ‘মুম্বাইয়ে বোমা হামলার পর আমার উচিত ছিল বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেয়া। যদি রেগ (ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন) বলে কোথাও যাওয়া নিরাপদ, তখন এর বাইরে অন্য কিছু বলার কে আমি? তবে ঘটনার পর বোধোদয়, অবশ্যই সাধারণ বিষয়। তবে আমার ক্ষেত্রে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কিছুটা সময় লাগছে। দলে এমন অনেকেই আছে যারা এই ধরনের পরিস্থিতিতে আগে কখনোই সফর করেনি। তাদের ক্ষেত্রে জায়গায় বসে সিদ্ধান্ত নেয়ার কোন কারন আছে বলে প্রত্যাশা করছি না। ’
আজ ৩০ বছরে পা দিবেন মরগ্যান। ১৭০টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা মরগ্যানের সামনে হাতছানি দিচ্ছে মাইলস্টোন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে ২টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিলেই অ্যালিস্টার কুক (৬৯),অ্যান্ড্রু স্ট্রাউস (৬২), মাইকেল ভন (৬০),নাসির হুসেইন (৫৬), গ্রাহাম গুচ (৫০) এর পর ৬ষ্ঠ ইংলিশ অধিনায়ক হিসেবে হাফ সেঞ্চুরির রেকর্ডটা হয়ে যাবে মরগ্যানের। হাওয়ায় উড়তে থাকা ইংল্যান্ড সর্বশেষ ২টি ওয়ানডে সিরিজে শ্রীলংকা এবং পাকিস্তানকে হারিয়েছে তার নেতৃত্বেÑবৃহস্পতি তুঙ্গে থাকা এমন অধিনায়ক বাংলাদেশ সফরে আপত্তি জানানোয় জায়গাটা যে হারাতে যাচ্ছেন, সে আভাস আগেই দিয়েছেন ইসিবি পরিচালক স্ট্রাউস। গতকাল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও টেলিগ্রাফকে দেয়া সাক্ষাতকারে মরগ্যানের ভবিষ্যত নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেনÑ‘যদি সে বাংলাদেশ সফরে না যায় তাহলে তার নামের পাশে লাল দাগ পড়ে যাবে। আর কুক যদি সফরে টেস্ট দলকে নেতৃত্ব দেয় তাহলে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিষয়টি মরগানের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন