পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের পঞ্চম দিনে দোকান খোলা রাখার দায়ে ২ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় সামাজি দূরত্ববজায় না রাখার দায়ে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে উজেলার মৎসবন্দর আলীপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান,আলীপুর বাজারে দোকান খোলা রাখে মালামাল বিক্রি করার দায়ে রড ব্যবসায়ি মো.কবিরকে ১২ হাজার টাকা ও অপর ওয়াল্টন ফ্রিজ ব্যবসায়ি মো.রাকিবকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সামাজি দূরত্ববজায় না রাখার দায়ে মহিপুর বিপিনপুর গ্রমের মো.আবু বক্করকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারীর কমিশনা (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন