ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাস সংক্রামক রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে দোকান খোলা রাখা দায়ে চার দোকান মালিককে ৭ হাজার তিনশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার তালতলা বাজার, হাসপাতাল সড়কসহ বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস সংক্রামক রোধে সচেতনামূলক প্রচারনা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন। সাথে ছিলেন নলছিটি থানায় কমরত এএসআই নাসিম আহমেদ।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধসহ লকডাউন দেওয়া হয়েছে। জরুরী কাজ ছাড়া বাহিরে চলাফেরা সম্পূর্ন নিষেধ করা হয়েছে। বিধিনিষেধ অমান্য কারীদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন