শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ২০জন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ৮:৪৬ এএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ২০ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৭০ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৫১টি (এর মধ্যে ৪৪টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৬৫টি, মেহেরপুর জেলার ২১টি, চুয়াডাঙ্গা জেলার ২৮টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪৯টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২০ টি, মেহেরপুর জেলার ০২ টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি এবং ঝিনাইদহ জেলার ০৯ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ২০ জন ব্যক্তির মধ্যে ১৪ জন সদর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৫০৩জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪১৪৬জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন