বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় আর ১ জনের মৃত্যু : সুস্থ ১৪৯, নতুন সনাক্ত ১৩৫ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ৩:০০ পিএম

করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ জন সিলেটে। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৩৫ জন। এরমধ্যে ৬৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ১৪৯ জন। আজ বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে তথ্যানুযায়ী, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হন ১৩৫ জন। এর মধ্যে সিলেট ৬৯, সুনামগঞ্জে ৮, মৌলভীবাজারে ১৩, হবিগঞ্জে ২৩ জন। এদিকে, ওসমানী মেডিক্যালে আরও করোনা সনাক্ত হয়েছে ২২ জনের। নতুন এই ১৩৫ জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৫ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে হয়েছেন ১২ হাজার ৬২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ২৭৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৪১ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেটের ১৩৯ জন ও মৌলভীবাজারের ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭৯৯ জন। এর মধ্যে সিলেট ১১ হাজার ৪১১ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ , হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ ও মৌলভীবাজারে ২ হাজার ৪২ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট ১৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ২৯৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ২ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মৃত ১ জনের বাড়ি সিলেটে। সেই সাথে বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন ৩১৫ জনে। এর মধ্যে রয়েছেন সিলেট ২৪৫, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারের ২৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন