মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে দুস্থ-অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১ কোটি ৮৫ লাখ টাকা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৫:০৭ পিএম

কক্সবাজার জেলায় দুস্থ- অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এই অর্থ বরাদ্দ দেয়া হয়।

ইতোমধ্যে প্রাপ্ত অর্থ কক্সবাজার পৌরসভা-উপজেলায় পর্যায়ে বিতরণ কারর জন্য প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান।

তিনি আরো জানান, পবিত্র রমজান ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভায় ১,৭৪,৭২৭ টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ৭,৮৬,২৭,১৫০ টাকা এবং মানবিক সহায়তা বাবদ সর্বমোট ১,৮৫,০০,০০০ টাকা উপ-বরাদ্দ প্রদান করা হয়।

করোনা সংক্রমণ রোধকল্পে চলমান বিধি-নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করে পৌর মেয়রগণ ও ইউএনওদেরকে এই বরাদ্দের অর্থ বিতরণের কথা বলা হয়েছে।
তবে সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিতরণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন