শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৫দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার করতে পারবে। আগামী ১১ সেপ্টেম্বর রোববার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৬ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে আবারও বন্দরের সব কার্যক্রম চালু হবে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর রশিদ জানান, আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদুল আযহা উদযাপিত হবে। এ জন্য আগামী ১১ সেপ্টেম্বর রোববার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫ দিন স্থলবন্দর শুল্ক স্টেশনের মধ্য দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে শনিবার বন্দর দিয়ে আমদানি করা পণ্য আমদানিকারকরা কোনও কারণে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে সেক্ষেত্রে শুধু রোববার বন্দরের ভেতর থেকে সেইসব পণ্য ডেলিভারি দেওয়া হবে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভারতের হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন, কাস্টমস, পানামা পোর্ট কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। পত্রে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জানান, ঈদ উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রীপারাপার কার্যক্রম চালু থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন