শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে বেড়েছে যান চলাচল

স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৩ এএম

লকডাউন থাকলেও নোয়াখালীতে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে যানবাহনের সংখ্যা। বিভিন্ন হাট-বাজার, অলিগলি ও সড়কে বেড়েছে মানুষের আনাগোনা। বেশির ভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। এক অটোরিকশায় গাদাগাদি করে যাতায়াত করছে। এদিকে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ। জরিমানাও করা হয়েছে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। গতকাল বৃহস্পতিবার এমন চিত্র দেখা গেছে জেলার বিভিন্ন স্থানে।

জানা গেছে, সরকারের নির্দেশিত লকডাউন ও জনগণকে স্বাস্থ্যবিধি মানতে গত বুধবার রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১০টি দল। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫টি মামলায় ৫৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। জনগণকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন