রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ রাসেল স্কুল টিটি

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিযোগিতায় বালক ও বালিকা দলগত, বালক ও বালিকা একক সাব-জুনিয়র (তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী) এবং বালক ও বালিকাদের একক জুনিয়র (সপ্তম থেকে এসএসসি ও ‘ও’ লেভেল) এই ছয়টি ইভেন্টে খেলা হবে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের দলগতে ২০০ ও এককে ৫০ টাকার এন্ট্রি ফি দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের সইসহ শেখ রাসেল ক্রীড়া চক্র অফিসে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে। প্রত্যেক স্কুল থেকে সর্বোচ্চ চার জন করে অংশ নিতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন